- This event has passed.
ফায়ার এন্ড লাইফ সেফটি কোর্স
বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের তত্বাবধানে ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাষ্ট আয়োজিত একটি কোর্স “ফায়ার এন্ড লাইফ সেফটি” আগামী সেপ্টেম্বর মাসে ০১,০২ ও ০৩ তারিখ সময় বিকেল ০৩ঃ৩০ মিনিট থেকে সন্ধ্যা ০৭ঃ৩০ মিনিট পর্যন্ত মোট তিনটি সেশনে অনুষ্ঠিত হবে।
🎯কোর্সের মডিউলঃ
✅ শিল্প কারখানার অগ্নি নিরাপত্তা ব্যবস্থার আইন সমূহ এবং অগ্নি নিরাপত্তা ব্যবস্থার সার্বিক পরিস্থিতি।
✅ শিল্প কারখানার বিভিন্ন অগ্নি ঝুঁকি সমূহ (ন্যাচারাল ফায়ার, এক্সিডেন্টাল ফায়ার ধরিয়ে দেয়া, বয়লার ফায়ার, কেমিক্যাল ফায়ার, ইলেকট্রিক্যাল ফায়ার ইত্যাদি) এবং এদের অগ্নি প্রতিরোধ ও প্রতিরক্ষা সমূহ।
✅ ইন্ডাস্ট্রিয়াল নয়েজ, নয়েজ কন্ট্রোল এবং ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি ঝুঁকি ও দূর্ঘটনা।
✅ বিভিন্ন প্রকার ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট এদের ব্যবহার এবং মেইন্টেনেন্স ব্যবস্থা এবং ব্যবহারিক জ্ঞান।
✅ ফায়ার ইভাকুয়েশন প্ল্যান প্রস্তুত এবং ইভাকুয়েশন প্ল্যান ড্রিল পরিচালনা এবং ব্যবহারিক জ্ঞান।
✅ প্রাথমিক চিকিৎসা এবং ব্যবহারিক জ্ঞান।
🔰 কী কী ম্যাটেরিয়ালস থাকছে?
• বই ও অন্যান্য কোর্স ম্যাটেরিয়ালস
• কলম
• নোটবুক
• ব্যাগ
📄কোর্স শেষে ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাষ্ট থেকে সার্টিফিকেট প্রদান।
🎁 ভর্তিকৃত সকল স্টুডেন্ট এর জন্য এ সকল ম্যাটেরিয়ালস সম্পূর্ণ ফ্রি!
🔗রেজিস্ট্রেশন লিংক নিচে দেয়া হলোঃ
https://forms.gle/vHddmbJQqGeN3xSW9
রেজিস্ট্রেশন ডেডলাইনঃ ৩০ শে আগস্ট ২০২২ ইং রাত ১২ টা।
পেমেন্ট মেথডঃ বিকাশ/ব্যাংক ডিপোজিট
ব্যাংক ডিটেইলসঃ
Bank Name: Export Import Bank of Bangladesh Limited
Name of Account: QUAD HUB LIMITED
Account Number: 0111000797398
Branch Name: Mohakhali Dohs Branch
SWIFT Code: EXBKBDDH
Routing Number: 100261149